এনসিপি ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তায় সিএমপির নির্দেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

এনসিপি ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তায় সিএমপির নির্দেশ

 

এনসিপি ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তায় সিএমপির নির্দেশ
এনসিপি ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তায় সিএমপির নির্দেশ


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।





রোববার নগর পুলিশের ১৬ থানার ওসিদের নিয়ে এক বেতারবার্তায় কমিশনার এ নির্দেশনা দেন। একই সঙ্গে সিএমপির সব সদস্যকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে রাখার নির্দেশ দেওয়া হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।


এর আগে গত ৫ নভেম্বর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার খন্দকার পাড়া এলাকায় বিএনপির চট্টগ্রাম-৮ আসনের মনোনীত প্রার্থীর গণসংযোগে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হন এবং সরোয়ার হোসেন ওরফে বাবলা নামে এক ব্যক্তি নিহত হন।


নির্দেশনায় বলা হয়েছে, নগরের ১৬টি থানাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানার ওসিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


এছাড়া ১৬ ও ১৭ ডিসেম্বর কোনো ধরনের ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ বা নাশকতামূলক তৎপরতা যেন সংঘটিত না হয়, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্যাসিবাদের পক্ষে কোনো রাজনৈতিক বা দলীয় তৎপরতা রুখে দেওয়ার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়।


চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ইতোমধ্যে ৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। বাকি সাতটি আসনে প্রার্থী ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।


এ বিষয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, “কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়, ঢাকায় ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষাপটে বাড়তি সতর্কতা হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে।”


হামলার সুনির্দিষ্ট কোনো আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “এ মুহূর্তে নির্দিষ্ট কোনো থ্রেট নেই। তবে পরিস্থিতি বিবেচনায় পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দিচ্ছে।”


অন্যদিকে, হাদিকে গুলির ঘটনার পর চট্টগ্রামে নিজের চলাচল সীমিত করার কথা জানিয়েছেন এনসিপির এক প্রার্থী ও জাতীয় যুবশক্তির এক নেতা। হামলার আশঙ্কায় সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।


এনসিপির চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী জোবাইরুল হাসান আরিফ বলেন, “আমরা নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছি। পুলিশ আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তবে সম্ভাব্য হামলার আশঙ্কায় আপাতত চলাচল সীমিত করেছি।”



Post Top Ad

Responsive Ads Here