![]() |
| সালথায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান বিজয় দিবস |
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সাথেই সালথা থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনসহ সালথা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে চারু, কারু ও স্থানীয় পন্যের বিজয় মেলার উদ্বোধন করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।
দিবসটি নানা সাংস্কৃতিক ও স্মরণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়, যা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে বয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

