![]() |
| সালথায় জমি নিয়ে বিরোধে হামলা ও ঘর ভাঙচুর, নারীসহ ৪ জন আহত |
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় বন্ধকীয় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বসতঘরের দুটি ঘর ভাঙচুর করা হয়েছে। এতে অন্তত চারজন নারী আহত হয়েছেন এবং তাদেরকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে কাগদী জুগিকান্দা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত নারীদের মধ্যে সীমা বেগম (২৭), নবীরন (৫০), নাজমা বেগম (৪০) ও বিপাশা বেগম (৩০) রয়েছে। হাসপাতালে জানা গেছে, তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় চার বছর আগে একই গ্রামের আশরাফ আলী ১ লাখ ৬০ হাজার টাকায় ৯ কাঠা জমি বন্ধক রাখেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বন্ধকী অর্থ পরিশোধ না করায় জমির দখল নেওয়ার চেষ্টা হয়। মীমাংসার পরিপ্রেক্ষিতে অভিযোগ ওঠে, অভিযুক্ত পক্ষ কয়েকদিন আগে জমিতে চাষাবাদ শুরু করে।
ঘটনার দিন ভোরে পরিবারের পুরুষরা মাঠে গেলে একই গ্রামের কয়েকজন সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা নারীদের মারধর ও আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত সীমা বেগমের স্বামী সৈয়দ আলী সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত রাজিব মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি হামলার সঙ্গে জড়িত নই, উত্তেজিত লোকজনকে শান্ত করার চেষ্টা করেছি।’
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। লিখিত অভিযোগ প্রাপ্ত হওয়ায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

