![]() |
| আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটির তাৎপর্য উদযাপন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুরু হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, আলফাডাঙ্গা থানা, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও অঙ্গসংগঠন, উপজেলা প্রেসক্লাব এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। দিবসটি উপলক্ষে উপজেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অন্যান্য সংগঠন। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী ও থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
সকাল ১১টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। বাদ যোহর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়াও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে বিজয় মেলা ও মাল্টিপারপাস অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানের মাধুর্য আরও বৃদ্ধি করে।
উক্ত কর্মসূচিগুলোতে স্থানীয় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

