ডিবির অভিযানে চট্টগ্রামে মাদক ব্যবসায়ী ও ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ডিবির অভিযানে চট্টগ্রামে মাদক ব্যবসায়ী ও ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার

ডিবির অভিযানে চট্টগ্রামে মাদক ব্যবসায়ী ও ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার
ডিবির অভিযানে চট্টগ্রামে মাদক ব্যবসায়ী ও ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার



মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগের টিম-০২ এর অভিযান গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে পাঁচলাইশ থানার নাজিরপাড়া কালী বাড়ি রোডে একটি মাদক ও ছিনতাই চক্রের সদস্যদের গ্রেফতার করেছে। নিহত নুর বক্সের বাড়ির মনার বসতঘরে অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন: এমরান হোসেন রানা ওরফে মনা (৩২), মো. মারুফ হোসেন (২৩), মো. আজাদ (৩৫), আমজাদ হোসাইন (৩২), মো. জিশান (২৩), মো. সোহেল পারভেজ (২৬) ও অয়ন শীল (২১)।


অভিযানকালে তাদের হেফাজত থেকে মোট ২৩০ পিস কথিত অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ৯ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের মধ্যে এমরান হোসেন রানা ওরফে মনা পাঁচলাইশ থানার কুখ্যাত মাদক ব্যবসায়ী, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


অন্য আসামিরা মাদক ব্যবসায় সহযোগিতা করতো বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here