ওসমান হাদীর মৃত্যুতে উত্তাল ঝিনাইদহ, আ.লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

ওসমান হাদীর মৃত্যুতে উত্তাল ঝিনাইদহ, আ.লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ

 

ওসমান হাদীর মৃত্যুতে উত্তাল ঝিনাইদহ, আ.লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ
ওসমান হাদীর মৃত্যুতে উত্তাল ঝিনাইদহ, আ.লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ

ঝিনাইদহ প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঝিনাইদহে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মধ্যরাতে ছাত্র-জনতার বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয় পুরো শহর। একের পর এক আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।





স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতের পর ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ ছাত্র-জনতা ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভে নেমে আসে। এ সময় তারা বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার বাড়িতে হামলা চালান।


বিক্ষোভকারীরা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কনক কান্তি দাসের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। একইভাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর বাসভবনেও হামলা ও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।


এছাড়া শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর বাড়িতে হামলার খবর মিলেছে। অগ্নিসংযোগ ও ভাঙচুরে কয়েকটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আগুন জ্বলতে দেখা গেছে। ক্ষুব্ধ জনতার স্লোগান ও উত্তেজনায় পুরো শহর থমথমে হয়ে ওঠে। সাধারণ মানুষ আতঙ্কে ঘরের ভেতর অবস্থান করেন এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।


বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, “ওসমান হাদীর মৃত্যুর সঠিক বিচার না হলে আন্দোলন আরও কঠোর হবে। দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।”


পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে রাতভর উত্তেজনা থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।


শেষ খবর পাওয়া পর্যন্ত ঝিনাইদহ শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানানো হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here