বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও, দাঙ্গা পুলিশ মোতায়েন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও, দাঙ্গা পুলিশ মোতায়েন

বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও, দাঙ্গা পুলিশ মোতায়েন
বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও, দাঙ্গা পুলিশ মোতায়েন

 


মো:নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ও সদর থানা ঘেরাও করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।





শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিল সহকারে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সমন্বয়ক মো. আসিফ ইকবাল, লুক চাকমাসহ সংগঠনের অন্যান্য নেতারা।


সমাবেশ চলাকালে নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন এবং ওসমান হাদির হত্যার দ্রুত বিচারের দাবিতে স্লোগান দেন। একই সঙ্গে তারা ২৪ ঘণ্টার মধ্যে সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য বীর বাহাদুরসহ মামলার আসামি হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন।


পরিস্থিতির অবনতি ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, “অবরোধকারীদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তারা কর্মসূচি স্থগিত করে সরে গেছে।”


এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে ট্রাফিক মোড়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। পরে তারা সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ ওঠে।


অগ্নিকাণ্ডে বীর বাহাদুরের বাসভবন ও ব্যক্তিগত কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় তিনি বাসা থেকে সরে যান। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Post Top Ad

Responsive Ads Here