![]() |
| আলফাডাঙ্গায় চলাচলের পথ নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩ |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাড়িতে চলাচলের পথ বন্ধ করার প্রতিবাদ করায় আপন ফুফাতো ভাইয়ের হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার বুড়াইচ ইউনিয়নের কটুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ফুল মিয়া চারজনের নাম উল্লেখ করে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— একই গ্রামের জাকির শেখ (৪৫), তার দুই ছেলে তামিম শেখ (২০) ও আকাশ শেখ (২৩) এবং স্ত্রী রতœা বেগম (৪০)। অভিযুক্ত জাকির শেখ সম্পর্কে ফুল মিয়ার আপন ফুফাতো ভাই।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুল মিয়া ও জাকির শেখের বাড়ি পাশাপাশি। দীর্ঘদিন ধরে ফুল মিয়ার পরিবারের চলাচলের পথে বাধা সৃষ্টি করে আসছিল অভিযুক্তরা। পেশায় ইজিবাইক চালক ফুল মিয়া শুক্রবার সকালে গাড়ি নিয়ে বের হতে চাইলে অভিযুক্তরা পথ আটকে দেন। এ নিয়ে প্রতিবাদ করলে জাকির শেখের নেতৃত্বে অভিযুক্তরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ফুল মিয়ার ওপর হামলা চালান।
এ সময় ফুল মিয়ার ছেলে সুমন শেখ (২৪) ও অন্তঃসত্ত্বা পুত্রবধূ কাকলী বেগম তাকে বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্তরা তাদেরও মারধর করেন। একপর্যায়ে লোহার শাবল দিয়ে কাকলী বেগমের মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ফুল মিয়া ও তার ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত অন্তঃসত্ত্বা কাকলী বেগমকে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর থেকে অভিযুক্তরা বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

