চরফ্যাশনে হাদি হত্যার প্রতিবাদে দোয়া ও মোনাজাত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

চরফ্যাশনে হাদি হত্যার প্রতিবাদে দোয়া ও মোনাজাত

চরফ্যাশনে হাদি হত্যার প্রতিবাদে দোয়া ও মোনাজাত
চরফ্যাশনে হাদি হত্যার প্রতিবাদে দোয়া ও মোনাজাত

 


চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা এবং তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ভোলার চরফ্যাশন উপজেলায় দোয়া মাহফিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।





শুক্রবার (১৯ ডিসেম্বর) মাগরিবের পর চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিয়ন শাখার চেয়ারম্যান কার্যালয়ে এ দোয়া মাহফিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজারীগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় কর্মসূচি পরিচালিত হয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মো. জাকির হোসেন, মাওলানা আবদুল মতিন, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা মফিজুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে জামায়াতের সদস্য-কর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত মানুষ অংশ নেন।


বক্তারা শহীদ হাদির আত্মার শান্তি কামনার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হলে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে।


এদিকে একইদিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় চরফ্যাশন উপজেলা ও থানার আওতাধীন সব মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Post Top Ad

Responsive Ads Here