ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

 


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।





শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের বাকাইল মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলকারীরা বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দিতে সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে চৌরাস্তা মোড়ে এসে তারা এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে অংশ নেন।


সমাবেশে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা কওমি উলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি ইবাদত হোসাইন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা শরিফুল ইসলাম জুয়েল।


বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির মতো একজন তরুণ ও সাহসী মুখপাত্রকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য চরম উদ্বেগজনক। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা ও সাধারণ মানুষ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


এ সময় বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন ইসলামি সমমনা সংগঠন, এনসিপির নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

Post Top Ad

Responsive Ads Here