বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ, সম্পাদক মোজাহিদুল শুভ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ, সম্পাদক মোজাহিদুল শুভ

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ, সম্পাদক মোজাহিদুল শুভ
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ, সম্পাদক মোজাহিদুল শুভ



মো. নাজমুল হোসেন ইমন । স্টাফ রিপোর্টার:

দেশের স্বাস্থ্যখাতভিত্তিক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)-এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক প্রতীক ইজাজ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মোজাহিদুল ইসলাম শুভ (এখন টেলিভিশন)।





শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে বিএইচআরএফের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত এই কমিটি ২০২৫–২০২৭ মেয়াদে সংগঠনের দায়িত্ব পালন করবে।


নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আয়নাল হোসেন (সিটিজেননিউজ ২৪) এবং মোহাম্মদ আল আমিন (ডেইলি সান)। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদ কমল (মাছরাঙা টেলিভিশন)। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আজাদুল ইসলাম আদনান (আমার দেশ)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন তবিবুর রহমান (সমকাল), দপ্তর সম্পাদক তানভীরুল ইসলাম (ঢাকা পোস্ট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান (কালবেলা)।


কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শামিমুজ্জামান চৌধুরী (মোহনা টিভি), বুদ্ধদেব কুন্ডু (ইন্ডিপেন্ডেন্ট টিভি), তাওসিয়া তাজমিম (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–টিবিএস) এবং নেসার উদ্দিন আহাম্মদ।


তিন সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কমিশনের চেয়ারম্যান ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আবুল খায়ের। অপর দুই কমিশনার ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সংগঠনের সিনিয়র সদস্য মনিরুজ্জামান উজ্জ্বল এবং কবির আহমেদ খান।


এর আগে বিএইচআরএফের সদ্য বিদায়ী সভাপতি রাশেদ রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও সাবেক অর্থ সম্পাদক মো. বায়েজদী মুন্সী সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনের ওপর আলোচনা শেষে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়।


নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, স্বাস্থ্যখাতের নীতিগত সংকট, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা আরও জোরদার করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য। একই সঙ্গে সদস্যদের পেশাগত অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্য সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করার অঙ্গীকার করেন তারা।


নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম স্বাস্থ্যখাতকেন্দ্রিক সাংবাদিকতায় আরও সংগঠিত ও শক্তিশালী ভূমিকা রাখবে—এমন আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

Post Top Ad

Responsive Ads Here