অনলাইনে সস্তা আইফোনের ফাঁদ: ‘বিডি অ্যাপেল এক্স’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

অনলাইনে সস্তা আইফোনের ফাঁদ: ‘বিডি অ্যাপেল এক্স’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

 

অনলাইনে সস্তা আইফোনের ফাঁদ: ‘বিডি অ্যাপেল এক্স’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
অনলাইনে সস্তা আইফোনের ফাঁদ: ‘বিডি অ্যাপেল এক্স’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ


স্টাফ রিপোর্টার:

অনলাইনে আকর্ষণীয় মূল্যে মোবাইল ফোন বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে ‘বিডি অ্যাপেল এক্স’ নামের একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে মাত্র ২ হাজার ১০০ টাকায় অ্যাপেলের মাস্টার মোবাইল দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ডেলিভারি চার্জের নামে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।


সূত্র জানায়, প্রতারকরা প্রথমে গ্রাহকদের কাছ থেকে ৩০০ টাকা অগ্রিম নেওয়ার শর্ত দেয়। মোবাইল হাতে পেয়ে বাকি টাকা পরিশোধের আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করা হয়। কিন্তু টাকা পাঠানোর পর আর কাঙ্ক্ষিত মোবাইল সরবরাহ করা হয় না।


এক ভুক্তভোগী জানান, ফেসবুকে ‘বিডি অ্যাপেল এক্স’ নামের একটি বিজ্ঞাপন দেখে তিনি একটি মোবাইল অর্ডার দেন। পরে +৮৮০ ১৬১৯-৯৪০৫৩৫ নম্বর থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাকে জানানো হয়, ডেলিভারি চার্জ বাবদ ৩০০ টাকা অগ্রিম দিতে হবে। এরপর তাদের দেওয়া বিকাশ (পার্সোনাল) নম্বর ০১৮৮২-১৯৬৮২৭-এ টাকা পাঠানোর পর আর কোনো সাড়া পাওয়া যায়নি।


পরদিন তাকে জানানো হয়, এক দিনের মধ্যেই মোবাইল পৌঁছে যাবে। পরে ফরিদপুর থেকে +৮৮০ ১৩৪০-১৩৮৪৬০ নম্বর থেকে ফোন করে বলা হয়—পার্সেল এসেছে, তবে সিরিয়াল নম্বর না থাকায় প্রোডাক্ট শনাক্ত করা যাচ্ছে না। এজন্য অর্ডার দেওয়া নম্বর থেকে সিরিয়াল নম্বর সংগ্রহ করতে বলা হয়।


পরবর্তীতে আবার +৮৮০ ১৬১৯-৯৪০৫৩৫ নম্বরে যোগাযোগ করলে প্রতারক চক্র জানায়, অর্ডার কনফার্ম হয়েছে; তবে সিরিয়াল নম্বর পেতে হলে বাকি ১ হাজার ৮০০ টাকা পরিশোধ করতে হবে। আগের বিকাশ নম্বরেই টাকা পাঠাতে বলা হয়।


ভুক্তভোগী বলেন, “এ পর্যায়ে এসে বুঝতে পারি, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা ধাপে ধাপে টাকা আদায়ের ফাঁদ পেতে রেখেছে।” তিনি আরও বলেন, সাধারণ মানুষকে এই ধরনের অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে এবং দ্রুত এই চক্রকে আইনের আওতায় আনা জরুরি।


ভুক্তভোগীদের দাবি, প্রতারক চক্রের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো যাচাই-বাছাই করলে সহজেই তাদের শনাক্ত করা সম্ভব। এ বিষয়ে একজন ক্রাইম সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় নম্বর সরবরাহ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় শিগগিরই এই প্রতারক চক্র আইনের আওতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।




Post Top Ad

Responsive Ads Here