আলফাডাঙ্গায় নৌযান মাস্টার লিয়াকত হোসেনের স্মরণসভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

আলফাডাঙ্গায় নৌযান মাস্টার লিয়াকত হোসেনের স্মরণসভা

আলফাডাঙ্গায় নৌযান মাস্টার লিয়াকত হোসেনের স্মরণসভা
আলফাডাঙ্গায় নৌযান মাস্টার লিয়াকত হোসেনের স্মরণসভা

 


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ নৌযান ফেডারেশনের সদস্য ও বিশিষ্ট নৌযান মাস্টার লিয়াকত হোসেন-এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার কুচিয়াগ্রাম বটতলা বাজারে স্থানীয় সংগঠন কুচিয়াগ্রাম নাবিক ঐক্য পরিষদ-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


স্মরণসভায় মরহুম লিয়াকত হোসেনের কর্মজীবন ও নৌখাতে অবদানের কথা তুলে ধরে বক্তব্য দেন আলফাডাঙ্গা আদর্শ নাবিক বহুমুখী সমিতির উপদেষ্টা বেলায়েত হোসেন মাস্টার, আবু তাহের মাস্টার, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আফসার মাস্টার, সিনিয়র সহ-সভাপতি ইরান মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম এবং স্থানীয় ইউপি সদস্য মকিবুল হোসেনসহ অন্যান্যরা।


বক্তারা বলেন, লিয়াকত হোসেন ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও আদর্শবান নাবিক নেতা। নৌখাতের উন্নয়ন এবং নাবিকদের অধিকার আদায়ে তিনি আজীবন কাজ করে গেছেন। তার অকাল মৃত্যুতে আলফাডাঙ্গা উপজেলার নাবিক সমাজে অপূরণীয় ক্ষতি হয়েছে।


আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রামের বাসিন্দা লিয়াকত হোসেন মাস্টার গত ৮ নভেম্বর স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।



Post Top Ad

Responsive Ads Here