আলফাডাঙ্গায় নৃশংসভাবে খুন হওয়া বিএনপি নেতা সাইফুল সর্দারের দাফন সম্পন্ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫

আলফাডাঙ্গায় নৃশংসভাবে খুন হওয়া বিএনপি নেতা সাইফুল সর্দারের দাফন সম্পন্ন

আলফাডাঙ্গায় নৃশংসভাবে খুন হওয়া বিএনপি নেতা সাইফুল সর্দারের দাফন সম্পন্ন
আলফাডাঙ্গায় নৃশংসভাবে খুন হওয়া বিএনপি নেতা সাইফুল সর্দারের দাফন সম্পন্ন

 


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বিএনপি নেতা সাইফুল সর্দারের দাফন সম্পন্ন হয়েছে।


শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


এর আগে বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামে নিজ বাড়িতে নৃশংস হামলার শিকার হন সাইফুল সর্দার। তিনি ওই গ্রামের হবি সর্দারের ছেলে এবং আলফাডাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। পেশায় তিনি একজন কৃষক।





স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম্য বিরোধের জেরে ‘শুটার জুয়েল’ নামে পরিচিত জুয়েল মিয়ার নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি গভীর রাতে এলাকায় তাণ্ডব চালায়। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সাইফুল সর্দারের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে রেখে যায়।


এরপর হামলাকারীরা পার্শ্ববর্তী ইসমাইল মোল্যার বাড়িতে গিয়ে তাকেও কুপিয়ে জখম করে। এ সময় তারা এলাকায় অন্তত ৭–৮টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়ে পালিয়ে যায়।


গুরুতর আহত অবস্থায় সাইফুল সর্দারকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত ইসমাইল মোল্যা বর্তমানে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।


এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩০ জনকে এজাহারভুক্ত এবং ১০–১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি আইয়ুব মিয়া (৫৬) ও শফিকুল মিয়া (৩৪)-কে গ্রেপ্তার করে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।


আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সাইফুল সর্দারের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনরা এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




Post Top Ad

Responsive Ads Here