দোয়ারাবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অফিস উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫

দোয়ারাবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অফিস উদ্বোধন

 

দোয়ারাবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অফিস উদ্বোধন
দোয়ারাবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অফিস উদ্বোধন


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সাইডিংঘাট এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সুনামগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন লেবার পার্টির নেতা ও সুনামগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন।





প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশ ও প্রবাসে থাকা এনসিপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে দল আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।


তিনি আরও বলেন, তরুণ সমাজকে রাজনীতিতে সম্পৃক্ত করে একটি আধুনিক, দায়িত্বশীল ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলাই এনসিপির মূল লক্ষ্য। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


আলোচনা সভায় নবগঠিত দোয়ারাবাজার উপজেলা জাতীয় নাগরিক পার্টির কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শাহিনুর আলম ও ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ প্রমুখ।


এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুস সোবহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক ফরমান আলী তালুকদার, আহসান হাবীব হাসান, মো. হাফিজ আহমদ, মো. মাহবুব মিয়া, মো. শফিকুল ইসলাম এবং সদস্য সচিব মনফর আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




Post Top Ad

Responsive Ads Here