-23%20December.jpg)
আমতলীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরগুনার আমতলীতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে আমতলী উপজেলার হোটেল ২১-এর হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করে আমতলী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপি মনোনীত বরগুনা-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা।
আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব তুহিন মৃধা এবং পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল আহম্মেদ খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. হুমায়ুন শাহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন এবং পৌর বিএনপি ও যুবদলের সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম শানু, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন তালুকদার, আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহম্মেদ খান, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরু মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম টারজানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
