![]() |
| দোয়ারাবাজারে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস পালিত |
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও আন্তর্জাতিক প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, দোয়ারাবাজারের আয়োজনে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মো. মহসিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রেশ তালুকদার এবং বিআরডিবির প্রকল্প কর্মকর্তা শাহীনুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রবাসী পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান আরও বাড়বে। তারা প্রবাসীদের দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, প্রশিক্ষণ গ্রহণ করে বৈধ পথে বিদেশে গেলে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত হয় এবং দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হয়।

