আলফাডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

আলফাডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

 

আলফাডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
আলফাডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে।


দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় কামারগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পার্শ্ববর্তী গোপালপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিটিসি চত্বরে এসে শেষ হয়।





র‍্যালি শেষে টিটিসি’র সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে টিটিসি’র অধ্যক্ষ শাহিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। অদক্ষ হয়ে বিদেশে না গিয়ে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে গেলে ব্যক্তি ও দেশ—উভয়ই উপকৃত হবে।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব। এছাড়া টিটিসি’র ইন্সট্রাক্টর মিজানুর রহমান ও আশিকুল ইসলামসহ প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা মতামত তুলে ধরেন।


বক্তারা দালালের খপ্পর এড়িয়ে বৈধ পথে বিদেশ যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, সরকারি টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে উচ্চ বেতনের পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত হয়।


আলোচনা সভায় দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান আরও জোরদার করার আহ্বান জানানো হয়। দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



Post Top Ad

Responsive Ads Here