সদরপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

সদরপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

 

সদরপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
সদরপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি:

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।





বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন এবং সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা নুরুন্নাহার বেগম।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, কৃষি কর্মকর্তা নিটুল রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা নবনীতা নন্দী, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তা মামুনুর রশীদ, আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার কাজী নুরুল হকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিদেশফেরত কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, “রেমিট্যান্স যোদ্ধারাই দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। প্রশিক্ষণ নিয়ে বৈধ চ্যানেলে প্রবাসে গেলে তারা দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবেন।”


তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে প্রশিক্ষণ ছাড়া বিদেশে যাওয়ার কারণে প্রবাসীরা প্রতারণার শিকার হন। আবার দালালের মাধ্যমে অবৈধভাবে বিদেশে গিয়ে অনেকে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেন।


ইউএনও আরও জানান, দালালের খপ্পরে না পড়ে প্রশিক্ষণ নিয়ে বৈধ উপায়ে বিদেশে যাওয়ার জন্য সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে সদরপুরে বিদেশগামীদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।


অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা অভিবাসন ব্যবস্থাকে নিরাপদ ও দক্ষতাভিত্তিক করার ওপর গুরুত্ব আরোপ করেন।


Post Top Ad

Responsive Ads Here