মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুটি বোটসহ ২৩ জন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুটি বোটসহ ২৩ জন আটক

 

মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুটি বোটসহ ২৩ জন আটক
মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুটি বোটসহ ২৩ জন আটক

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

বঙ্গোপসাগরে টহলকালে মায়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২৩ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় উদ্ধার করা হয়েছে ১ হাজার ৭৫০ বস্তা সিমেন্ট।





নৌবাহিনী সূত্রে জানা গেছে, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়।


এ সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘শহীদ মহিবুল্লাহ’ কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪৬ নটিক্যাল মাইল দূরে দুটি সন্দেহজনক কাঠের বোট শনাক্ত করে।


নৌবাহিনীর জাহাজ থেকে থামার সংকেত দেওয়া হলে বোট দুটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া চালিয়ে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের বোট দুটি আটক করা হয়।


তল্লাশি চালিয়ে বোট দুটি থেকে বাংলাদেশি ডায়মন্ড ব্র্যান্ডের ১ হাজার ৭৫০ বস্তা সিমেন্ট এবং ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকারী চক্রের ২৩ জন সদস্যকে আটক করা হয়।


আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অধিক মুনাফার আশায় তারা শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্টগুলো সমুদ্রপথে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।


জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশ নৌবাহিনী জানায়, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাস ও সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।


Post Top Ad

Responsive Ads Here