![]() |
| কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান |
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে এমপাওয়ার প্রকল্পের যুব সদস্যরা। বৃহস্পতিবার সকালে এডুকো বাংলাদেশ ও এনএসএসের সহযোগিতায় ঘণ্টাব্যাপী এই পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযান শেষে যুব সদস্যরা পর্যটক, স্থানীয় জনগণ, পৌরসভা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতি কুয়াকাটা সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তারা বলেন, কুয়াকাটা দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হওয়ায় এর পরিবেশ সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন যুব সদস্য মুক্তি, এমপাওয়ার প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর তাজমেরী জাহান লিখন, সাংবাদিক জাকির হোসেন, এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না এবং এডুকো বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ ও ডিজাস্টার ম্যানেজার কাজী আবদুল কাদির।
পরিচ্ছন্নতা অভিযানে প্রায় ১৫০ জন যুব সদস্য, অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কুয়াকাটা সৈকতকে পরিবেশবান্ধব ও পর্যটকদের জন্য নিরাপদ রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখার দাবি জানান।

