![]() |
| আমতলীতে পরিত্যক্ত ভবন ভাঙচুর ও ইট চুরির সময় ট্রলিসহ ৪ জন আটক |
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের পরিত্যক্ত একটি ভবন ভেঙ্গে ইট চুরির সময় ট্রলি নিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি বৃহস্পতিবার সকালে ঘটে।
আটকরা হলেন—সজিব (২৮), মো. বশির (২৫), মো. দেলোয়ার হোসেন (৩০) ও মো. জুয়েল মৃধা (৩১)। পুলিশ তাদেরকে ট্রলিসহ আটক করে আদালতে সোপর্দ করে। আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান শুনানি শেষে মো. জুয়েলকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন এবং অন্য তিনজনকে জামিনে মুক্তি দেন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আমতলী উপজেলার সহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম জানান, এ ঘটনায় আদালতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ভবন ভাঙচুর করে ইট চুরির ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানিয়েছেন, পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
-25%20December.jpg)
