সালথায় অপারেশন ডেভিল হান্টে আ’লীগের দুই নেতা গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০১, ২০২৬

সালথায় অপারেশন ডেভিল হান্টে আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

সালথায় অপারেশন ডেভিল হান্টে আ’লীগের দুই নেতা গ্রেপ্তার
সালথায় অপারেশন ডেভিল হান্টে আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

 


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুছ মোল্যা (৬৫) এবং ভাওয়াল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মাতুব্বর (৭০) কে গ্রেপ্তার করা হয়েছে।


বুধবার রাতে ফুলবাড়িয়া এলাকা থেকে ইউনুছ মোল্যাকে এবং বৃহস্পতিবার সকালে সালথা বাজার এলাকা থেকে ইউসুফ মাতুব্বরকে আটক করে পুলিশ। তাদের পরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


গ্রেপ্তারকৃত ইউনুছ মোল্যা উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে, এবং ইউসুফ মাতুব্বর ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা।


সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের প্রেক্ষিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামক বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং দুই নেতাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here