![]() |
| সদরপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন |
সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বই বিতরণ অনুষ্ঠান–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের আওতায় পরিচালিত সহজ কুরআন শিক্ষা ও প্রাক-প্রাথমিক কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় সদরপুর উপজেলা মডেল জামে মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজ মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা মডেল জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আমির হোসেন, বাবুরচর বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আব্দুল লতিফ এবং সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিশুদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের শিক্ষা কার্যক্রম শিশুদের কুরআন শিক্ষার পাশাপাশি আদর্শ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

