![]() |
| চট্টগ্রামে র্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক আসামি |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
বরিশালের ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১১, নোয়াখালীর যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

