কর্ণফুলী নদীতে দুই নৌযানের সংঘর্ষে ডুবে গেল স্ক্র্যাপ লোহাবাহী লাইটারেজ জাহাজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ০৪, ২০২৬

কর্ণফুলী নদীতে দুই নৌযানের সংঘর্ষে ডুবে গেল স্ক্র্যাপ লোহাবাহী লাইটারেজ জাহাজ

 

কর্ণফুলী নদীতে দুই নৌযানের সংঘর্ষে ডুবে গেল স্ক্র্যাপ লোহাবাহী লাইটারেজ জাহাজ
কর্ণফুলী নদীতে দুই নৌযানের সংঘর্ষে ডুবে গেল স্ক্র্যাপ লোহাবাহী লাইটারেজ জাহাজ


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে দুটি নৌযানের সংঘর্ষের ঘটনায় স্ক্র্যাপ লোহাভর্তি একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে নগরীর মাঝিরঘাট ঝুটর‍্যালি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটি আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন বলে জানা গেছে।


নৌপুলিশ সূত্রে জানা যায়, ‘এমভি টিটু-৮’ নামের লাইটারেজ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে আবুল খায়ের গ্রুপের জন্য স্ক্র্যাপ লোহা নিয়ে নদীর তীরের দিকে আসছিল। এ সময় ঘন কুয়াশার মধ্যে অজ্ঞাতনামা একটি জাহাজের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।


সদরঘাট নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, সংঘর্ষের ফলে জাহাজটির ডান পাশের মাঝামাঝি অংশ ফেটে যায়। পরে আনলোডিং পয়েন্টে পৌঁছানোর পর জাহাজটি ধীরে ধীরে নদীগর্ভে তলিয়ে যায়।


তিনি আরও জানান, দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ জন নাবিক নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। ডুবে যাওয়ার আগে জাহাজটির কিছু পরিমাণ স্ক্র্যাপ লোহা খালাস করা সম্ভব হয়। ভাটার সময় জাহাজটির কিছু অংশ পানির ওপরে ভেসে ওঠে বলেও জানান তিনি।


ঘটনার পরপরই নৌপুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




Post Top Ad

Responsive Ads Here