জাহাজে কাজ করার সময় কর্ণফুলী নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ০৪, ২০২৬

জাহাজে কাজ করার সময় কর্ণফুলী নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ

 

জাহাজে কাজ করার সময় কর্ণফুলী নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
জাহাজে কাজ করার সময় কর্ণফুলী নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রি-রিসোর্স গ্রুপের একটি জাহাজে কাজ করার সময় নদীতে পড়ে মো. জিসান (২২) নামে এক তরুণ শ্রমিক নিখোঁজ হয়েছেন। একই ঘটনায় সাদ্দাম (২৪) নামে আরেক শ্রমিক নদীতে পড়ে গেলেও তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।


রোববার (৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সংলগ্ন রি-রিসোর্স গ্রুপের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রি-রিসোর্স গ্রুপের মুখপাত্র ও এস্টেট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোকন, নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফুল ইসলাম এবং কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ সাইদুজ্জামান।


প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রি-রিসোর্স গ্রুপের জাহাজ ‘এফবি এগ্রো ফুড-৪’-এ মাছ লোড ও আনলোডের কাজে বিকেলে একাধিক শ্রমিক নিয়োজিত ছিলেন। কাজের এক পর্যায়ে মই ব্যবহার করে এক জাহাজ থেকে অন্য জাহাজে ওঠানামার সময় অসাবধানতাবশত জিসান ও সাদ্দাম পা পিছলে নদীতে পড়ে যান।


দ্রুত উদ্ধার তৎপরতার মাধ্যমে সাদ্দামকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও জিসান নদীর প্রবল স্রোতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।


খবর পেয়ে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। তবে ঘটনার প্রায় সাড়ে তিন ঘণ্টা পার হলেও নিখোঁজ শ্রমিক জিসানের কোনো সন্ধান পাওয়া যায়নি।


এদিকে জাহাজে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রি-রিসোর্স গ্রুপের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।


নিখোঁজ জিসান কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের মেডিকেল রোড এলাকার দারোগা বাড়ির বাসিন্দা। তিনি ওই এলাকার বাসিন্দা মুহাম্মদ হেলালের ছেলে।


স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। নৌ-পুলিশের এসআই মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


Post Top Ad

Responsive Ads Here