![]() |
| সুরমা পাড়ে সবজি চাষে বিপ্লব, সফল কৃষক তাজুল ইসলাম |
হারুন অর রশিদ, দোয়ারাবাজার:
পরিশ্রম, পরিকল্পনা ও আধুনিক চাষাবাদের সমন্বয়ে সবজি উৎপাদনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভুজনা গ্রামের কৃষক তাজুল ইসলাম। সুরমা নদীর তীরবর্তী জমিতে পরিকল্পিতভাবে সবজি চাষ করে তিনি এলাকায় এক ধরনের কৃষি বিপ্লব সৃষ্টি করেছেন।
তাজুল ইসলামের চাষাবাদের আওতায় রয়েছে মরিচ, টমেটো, গোল আলু, করলা, শিম, বেগুন, বাদামসহ নানা ধরনের সবজি। দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও স্বল্প ফলনশীল জমিকে তিনি রূপান্তর করেছেন সবুজে ভরা উৎপাদনশীল সবজিক্ষেতে। তার এই উদ্যোগ এখন স্থানীয় কৃষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
তিনি মৌসুমি ও সারা বছর ফলনযোগ্য বিভিন্ন প্রজাতির সবজি চাষ করছেন। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, সঠিক সার ব্যবস্থাপনা এবং সময়োপযোগী পরিচর্যার মাধ্যমে তিনি ভালো ফলন নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। এতে একদিকে তার পরিবারের আর্থিক স্বচ্ছলতা বেড়েছে, অন্যদিকে স্থানীয় বাজারে তাজা ও নিরাপদ সবজির সরবরাহও বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা শওগত আলী জানান, কৃষক তাজুল ইসলামের এই সাফল্য প্রমাণ করে যে পরিকল্পিতভাবে সবজি চাষ করলে অল্প জমিতেও উল্লেখযোগ্য আয় করা সম্ভব। তার সাফল্য দেখে ইতোমধ্যে এলাকার অনেক কৃষক সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন।
সুরমা পাড়ের এই পরিশ্রমী কৃষকের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং এটি গ্রামীণ অর্থনীতি ও টেকসই কৃষি উন্নয়নে একটি ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

