![]() |
| সালথায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বিএনপি নেতা জাহিদ হোসেন ও রাশেদ মাতুব্বরের আয়োজনে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল বাগবাড়ি হাজী বাড়ি প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক অবদান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাওয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোফাজ্জল হোসেন মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা।
এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল হোসেন সুমন মুন্সি, সালথা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, বিএনপি নেতা মো. ইদ্রিস আলী মোল্যা, আনোয়ার হোসেন, মাওলানা আসাদুজ্জামান, কাইয়ুম মোল্যা, জাহাঙ্গীর হোসেন কোহিনুর, হাজী রাশেদ মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন। এতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

