আনোয়ারায় চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, চারজন জখম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৮, ২০২৬

আনোয়ারায় চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, চারজন জখম

 

আনোয়ারায় চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, চারজন জখম
আনোয়ারায় চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, চারজন জখম


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের আনোয়ারায় চাঁদা না দেয়ায় স্থানীয় সন্ত্রাসী মো. সোহেল ওরফে ট্যাটু সোহেল (২৮) চার শ্রমিককে কুপিয়ে জখম করেছে। আহতরা হলেন মোজাম্মেল হক খান (৩৬), মো. আরিফ (২১), আঙ্গুর মিয়া (৪৪) ও মতিউর রহমান (৫০)।


ঘটনাটি ঘটে গত সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কেঁয়াগড় স্লুইচ গেইট নির্মাণস্থলে। প্রধান ঠিকাদার মো. শাহীন অভিযোগ করেন, নির্মাণ কাজের জন্য চাঁদা দাবি করে সোহেল ও তার সহযোগীরা শ্রমিকদের ওপর হামলা চালায় এবং নির্মাণ সামগ্রী ছড়িয়ে দিয়ে ত্রাস সৃষ্টি করে।


ট্যাটু সোহেল ও তার সহযোগীরা লোহার রড ও গাছের বাঠাম দিয়ে শ্রমিকদের ওপর হামলা চালিয়ে মারাত্মক জখম করে। আহতদের আনোয়ারা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনার তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


উল্লেখ্য, মো. সোহেল ওরফে ট্যাটু সোহেল চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে পটিয়ায় বিএনপির গাড়ি বহরে হামলা, ব্যাংক ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।




Post Top Ad

Responsive Ads Here