রাঙামাটিতে পিসিসিপির উদ্যোগে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০৩, ২০২৬

রাঙামাটিতে পিসিসিপির উদ্যোগে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

রাঙামাটিতে পিসিসিপির উদ্যোগে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ
রাঙামাটিতে পিসিসিপির উদ্যোগে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

 


মহুয়া জান্নাত মনি, রাঙামাটি:

নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনটির রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


শনিবার (৩ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলা শহরের কাঠালতলী মসজিদের সামনে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৫০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। একই সঙ্গে শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম। তিনি বলেন, শিক্ষা ও মানবসেবার সমন্বয়েই একটি সুস্থ, শান্ত ও মানবিক সমাজ গড়ে ওঠে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই পিসিসিপি নিয়মিত শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।


তিনি আরও বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে ছাত্রসমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে পিসিসিপি আপসহীন অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক ও গঠনমূলক কার্যক্রম চালিয়ে যাবে।


কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পিসিএনপি রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক আরিয়ান রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রনি, অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু, পিসিসিপি সদর উপজেলা শাখার সভাপতি হারুন, সাধারণ সম্পাদক রিমনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।


নেতৃবৃন্দরা জানান, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে পিসিসিপি নিয়মিতভাবে সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Post Top Ad

Responsive Ads Here