![]() |
| চট্টগ্রামে গভীর রাতে বাস–ট্রাক সংঘর্ষ: মার্চেন্ট নেভীর সদস্যসহ নিহত ৩ |
মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মার্চেন্ট নেভীর এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— মিরসরাই উপজেলার নাফিজ আহমেদ অয়ন (১৬), চট্টগ্রামের চাঁদগাঁও এলাকার ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধার মিন্টু মিয়া (৪৫)। নিহত নাফিজ আহমেদ অয়ন মার্চেন্ট নেভীর একজন সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

