চট্টগ্রামে খতনার সময় শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ০৯, ২০২৬

চট্টগ্রামে খতনার সময় শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামে খতনার সময় শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন
চট্টগ্রামে খতনার সময় শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন



মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম নগরে খতনা করাতে গিয়ে সাত বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের নির্দেশে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়।


গত বুধবার সিভিল সার্জনের স্বাক্ষরিত আদেশে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (ডিসি) ডা. মো. নুরুল হায়দারকে।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. মোহাম্মদ রাজিব হাসান, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. নিগহাত জাবীন এবং হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মো. রাশেদুল ইসলাম। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগে গত শনিবার (৩ জানুয়ারি) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডি গ্রামের আবু মুসার সাত বছরের ছেলে মোহাম্মদ মোস্তফা খতনা করাতে গিয়ে মারা যায়। মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে ‘হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া (হার্ট অ্যাটাক)’ উল্লেখ করা হয়েছে।


তবে নিহত শিশুর বাবা আবু মুসা অভিযোগ করে বলেন, অ্যানেসথেসিয়া ব্যবহারে ত্রুটির কারণেই তার সন্তানের মৃত্যু হয়েছে। তিনি দাবি করেন, খতনার মতো একটি নিয়মিত চিকিৎসা প্রক্রিয়ায় সাধারণত এমন মৃত্যু হয় না।


আবু মুসা জানান, গত ৩ জানুয়ারি চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার সেইফ হেলথ কেয়ার হাসপাতালে ছেলেকে ভর্তি করানো হয়। বেলা সাড়ে তিনটার দিকে মোস্তফাকে অপারেশন কক্ষে নেওয়া হয়। সন্ধ্যার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটির অবস্থা আশঙ্কাজনক এবং তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে হবে। সেখানে নেওয়ার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হলে রাত ১০টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


Post Top Ad

Responsive Ads Here