জয়পুরহাটে রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ০৯, ২০২৬

জয়পুরহাটে রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

 

জয়পুরহাটে রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন
জয়পুরহাটে রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন


নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়ানুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তের বাড়ি ও খড়ের গাদায় আগুন দিয়েছে। এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালাইপুর বাজারের ঢাকার পাড়া মোড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের ইয়ানুর রহমানের সঙ্গে একই এলাকার মোস্তফার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে শালাইপুর বাজার এলাকায় ইয়ানুর রহমানকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়ানুর রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এর আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়।


এদিকে হত্যাকাণ্ডের খবরে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। তারা অভিযুক্ত মোস্তফার বাড়ি ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পাঁচবিবি থানার ডিউটি অফিসার এএসআই নুরুন নবী জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।



Post Top Ad

Responsive Ads Here