![]() |
| সালথায় আটঘর ইউনিয়ন যুবলীগ সভাপতির পদত্যাগ |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ওহিদুল ইসলাম (ওহিদ) পদত্যাগ করেছেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে ইউনিয়নের গৌড়দিয়া এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ওহিদুল ইসলাম বলেন, ২০১৪ সালে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাকে মৌখিকভাবে আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে ঘোষণা করেছিলেন। তবে এ বিষয়ে তার কাছে কোনো বৈধ নিয়োগপত্র বা সাংগঠনিক কাগজপত্র নেই। পাশাপাশি ইউনিয়ন যুবলীগের কোনো আনুষ্ঠানিক রেজুলেশনও না থাকায় তিনি স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী যুবলীগের সব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, সাংগঠনিক স্বচ্ছতা ও নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ওহিদুল ইসলামের পরিবারের সদস্যরা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

