
ফরিদপুরে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র নিয়ে সুজনের গোলটেবিল আলোচনা
সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে বিশেষ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই প্রতিপাদ্যে আয়োজিত আলোচনায় নাগরিকদের সামষ্টিক ভাবনা ও মতামত ঐকমত্য কমিশনে পাঠানোর লক্ষ্যে আলোচনা করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় অবস্থিত বেল পিয়াটো চায়নিজ রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় সুজন ফরিদপুর জেলা কমিটির আয়োজনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
সুজন ফরিদপুর জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. তৌহিদুল ইসলাম স্ট্যালিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন যশোর আঞ্চলিক ব্যবস্থাপক মো. খোরশেদ আলম, অধ্যাপক (অব.) আলতাফ হোসেন ও অধ্যাপক (অব.) মো. আব্দুল হালিম।
আলোচনায় বক্তব্য দেন প্রথম আলোর ফরিদপুর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দি হাঙ্গার প্রজেক্ট যশোর আঞ্চলিক সমন্বয়কারী মো. খোরশেদ আলম, অ্যাডভোকেট মেহেরুন নেছা স্বপ্না, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মো. বিলায়েত হোসেন, বিএফএফ-এর নির্বাহী পরিচালক আ.ন.ম ফজলুল হাদি সাব্বির, ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, শতনীড় মাল্টিপারপাস লিমিটেডের প্রধান নির্বাহী মো. জাহাঙ্গীর হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ ও সদস্য সচিব আনিসুর রহমান সজলসহ বিভিন্ন পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুজন ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, তরুণ প্রতিনিধি, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা আলোচনায় অংশ নেন।
বক্তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবৈধ অর্থের প্রভাব রোধ এবং পেশিশক্তির ব্যবহার বন্ধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
