ফরিদপুর-৪ আসনে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

ফরিদপুর-৪ আসনে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ

ফরিদপুর-৪ আসনে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ
ফরিদপুর-৪ আসনে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ

 


নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর-৪ সংসদীয় আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। বুধবার (১৪ জানুয়ারি) প্রার্থিতা পুনর্বহালের বিষয়টি নিশ্চিত হওয়ার পর নির্বাচনী এলাকায় আনন্দ ও স্বস্তির আবহ ছড়িয়ে পড়ে।


প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে মুজাহিদ বেগের সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই একে গণতান্ত্রিক প্রক্রিয়ার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।


স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা একজন প্রার্থীর পুনর্বহালকে তারা স্বাগত জানিয়েছেন। এতে সাধারণ ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়বে বলে তাদের ধারণা।


জানা গেছে, প্রার্থিতা পুনর্বহালের আগেই মুজাহিদ বেগ নির্বাচনী এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। তিনি হাট-বাজার, পাড়া-মহল্লা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিয়ে তার সুস্পষ্ট অবস্থান ভোটারদের মধ্যে ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে।


প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় মুজাহিদ বেগ বলেন, “আমি শুরু থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ন্যায়বিচারের ওপর আস্থা রেখেছি। অবশেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রার্থিতা শুধু আমার একার নয়, এটি সাধারণ মানুষের প্রার্থিতা।”


তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করা হবে।


স্থানীয় সূত্রে জানা যায়, পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে মুজাহিদ বেগ এলাকায় সুপরিচিত। সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং মানুষের বিপদে পাশে থাকার কারণে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য।


প্রার্থিতা পুনর্বহালের খবরে তার নির্বাচনী কার্যালয়ে সমর্থকদের ভিড় জমে ওঠে। মিষ্টি বিতরণ, স্লোগান ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের প্রার্থিতা পুনর্বহাল আসন্ন নির্বাচনী মাঠে নতুন গতি ও মাত্রা যোগ করবে। এখন দেখার বিষয়, ভোটের মাঠে তিনি কতটা জনসমর্থন আদায় করতে পারেন।



Post Top Ad

Responsive Ads Here