ফরিদপুরে আওয়ামী লীগের পাঁচ নেতার পদত্যাগ, খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ১১, ২০২৬

ফরিদপুরে আওয়ামী লীগের পাঁচ নেতার পদত্যাগ, খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা

 

ফরিদপুরে আওয়ামী লীগের পাঁচ নেতার পদত্যাগ, খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা
ফরিদপুরে আওয়ামী লীগের পাঁচ নেতার পদত্যাগ, খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা


শরিফুল হাসান, সালথা প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা দিয়েছেন পাঁচ নেতা। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।


সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা শতাধিক নেতাকর্মীসহ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। এতে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।


পদত্যাগকারী নেতারা হলেন—রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি লুৎফর মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন মোল্যা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মাতুব্বর এবং আওয়ামী লীগ নেতা মুঞ্জুরুল ইসলাম।


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিরাজ মোল্যা বলেন, ফরিদপুরের প্রবীণ ও সম্মানিত ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ আকরাম আলীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন। কোনো ধরনের লোভ, স্বার্থ, চাপ বা প্ররোচনার শিকার না হয়ে স্বেচ্ছায় বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি দাবি করেন।


তিনি আরও বলেন, “আমরা ইনশাআল্লাহ খেলাফত মজলিসের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে দলের সঙ্গে থেকে কাজ করে যাবো।”



Post Top Ad

Responsive Ads Here