জোরারগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ১১, ২০২৬

জোরারগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

জোরারগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার
জোরারগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি ২০২৬) ভোর ৬টা ৪৫ মিনিটে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় শ্যামলী বাস কাউন্টারের সামনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এ অভিযান চালানো হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে ঢাকা-মেট্রো-ব-১১-৪৫২০ নম্বরের একটি সৌদিয়া বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা দুই নারী যাত্রীর সঙ্গে থাকা দুটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে প্রতিটি ব্যাগ থেকে ৪০০ পিস করে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী ক্যাম্প-৯ এলাকার মাহমুদ হোসেনের মেয়ে জমিলা বেগম (২৫) এবং শেখ রহমত উল্লাহর মেয়ে খুরশিদা বেগম (২৬)।


এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, বারইয়ারহাট এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করে একটি সৌদিয়া বাস তল্লাশি চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here