চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী ফজলুল হক নির্বাচন করতে পারবে না - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারি ১২, ২০২৬

চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী ফজলুল হক নির্বাচন করতে পারবে না

চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী ফজলুল হক নির্বাচন করতে পারবে না
চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী ফজলুল হক নির্বাচন করতে পারবে না

 


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না। নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে।


সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে ফজলুল হকের আবেদন নামঞ্জুর করা হয়। এর ফলে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অযোগ্য বিবেচিত হন।


এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত সমস্যার কারণে ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।


মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এ কে এম ফজলুল হক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করেন। তিনি জানান, গত ২৮ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, নাগরিকত্ব ত্যাগের দাবির পক্ষে প্রয়োজনীয় দালিলিক প্রমাণ জমা দেওয়া হয়নি।


এদিকে, একই দিনে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।


উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। এসব আপিলের শুনানি শনিবার থেকে শুরু হয়েছে, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।




Post Top Ad

Responsive Ads Here