-11%20January.jpg)
গভীর রাতে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণে আমতলীর ইউএনও
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রচণ্ড শীতে কাঁপতে থাকা এতিম শিশুদের পাশে দাঁড়াতে গভীর রাতে কম্বল নিয়ে ছুটে গেলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। শনিবার রাতে তিনি উপজেলার দুটি এতিমখানা ও মাদরাসায় উপস্থিত হয়ে মোট ৬৫ জন এতিম শিশুর হাতে নিজ হাতে কম্বল তুলে দেন।
জানা গেছে, শনিবার গভীর রাতে আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত জামিয়া কারিমিয়া কাশিমুল উলুম মাদরাসায় ৪৫ জন এবং আমতলী বন্দর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাদরাসায় ২০ জন এতিম শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় শিশুদের পাশাপাশি মাদরাসার শিক্ষক ও সংশ্লিষ্টরা ইউএনওর এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার এবং জামিয়া কারিমিয়া কাশিমুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মীর মো. সোলায়মান।
কম্বল পেয়ে খুশি এতিম শিশু আশরাফুল, রবিউল ও আজগর আলী জানায়, শীতের রাতে তাদের অনেক কষ্ট হতো। ইউএনও গভীর রাতে এসে কম্বল দেওয়ায় এখন তারা স্বস্তিতে ঘুমাতে পারবে। তারা ইউএনওর জন্য দোয়া করেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, প্রচণ্ড শীতে যারা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে—এমন অসহায়, দরিদ্র ও এতিম শিশুদের পাশাপাশি রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
