আলফাডাঙ্গায় পল্লী বিদ্যুতের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

আলফাডাঙ্গায় পল্লী বিদ্যুতের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

 

আলফাডাঙ্গায় পল্লী বিদ্যুতের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
আলফাডাঙ্গায় পল্লী বিদ্যুতের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

তীব্র শীতে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বোর্ডের নির্দেশনা অনুযায়ী ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপনায় আলফাডাঙ্গা উপজেলায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।


বুধবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। শীতের কষ্ট লাঘবে এ উদ্যোগে উপকূলীয় নয়, বরং অভ্যন্তরীণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব-জোনাল অফিসের এজিএম আশীষ কুমার রায়। এছাড়া সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মো. সিদ্দিকুর রহমান, মো. শাহরিয়ার নাজিম জয় এবং সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. রাকিবুল হাসান কর্মসূচিতে অংশ নেন।


এ সময় বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি শুধু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহেই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। শীতসহ যেকোনো দুর্যোগে অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


কম্বল বিতরণে স্থানীয় লাইনম্যান, মিটার রিডার কাম ম্যাসেঞ্জারসহ পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সুশৃঙ্খলভাবে সহযোগিতা করেন। পল্লী বিদ্যুতের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।




Post Top Ad

Responsive Ads Here