সালথায় পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্র সিয়ামের ঝুলন্ত লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

সালথায় পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্র সিয়ামের ঝুলন্ত লাশ উদ্ধার

 

সালথায় পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্র সিয়ামের ঝুলন্ত লাশ উদ্ধার
সালথায় পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্র সিয়ামের ঝুলন্ত লাশ উদ্ধার


সালথা(ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় অভিমানে মো. সিয়াম শেখ (১২) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত সিয়াম শেখ ফুলবাড়িয়া গ্রামের দুবাইপ্রবাসী মো. ওবায়দুর শেখের ছেলে। সে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।


পারিবারিক সূত্রে জানা যায়, সদ্য অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় সিয়াম ছয়টি বিষয়ে অকৃতকার্য হয়। এরপর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে তার মনোমালিন্য চলছিল। শুক্রবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা নিজ বসতঘরের বারান্দার আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখতে পান।


তাৎক্ষণিকভাবে সিয়ামকে নিচে নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।


এ বিষয়ে সালথা থানার ওসি (তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, খবর পেয়ে বিকেলে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।


তিনি আরও জানান, প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে—পরীক্ষায় পাস না করায় মানসিক চাপে পড়ে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



Post Top Ad

Responsive Ads Here