![]() |
| ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ২৪ |
নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক রাশেদ শেখ (২৮) এবং ট্রাকের হেলপার নবীন শেখ (২২)। তারা দুজনই ফরিদপুর জেলার ধলার মোড় এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পর ট্রাকের এক শ্রমিক জানান, ভোরে তারা ইটবোঝাই ট্রাক নিয়ে রওনা হওয়ার প্রস্তুতি নেন। নির্ধারিত চালক না আসায় এবং ফোনে যোগাযোগ না পাওয়ায় হেলপারকে দিয়ে ট্রাক চালানো হচ্ছিল। ভাঙ্গায় পৌঁছানোর পরই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার উদ্ধার অভিযান চালান। আহত ও নিহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মামুন বলেন, ফরিদপুরগামী একটি বাস ও ভাঙ্গাগামী ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। ভাঙ্গা হাসপাতালে ২৪ জন আহত চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

