![]() |
| দেশজুড়ে এক সপ্তাহের যৌথ অভিযানে ২৭৮ জন গ্রেপ্তার |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক সপ্তাহে দেশব্যাপী যৌথ অভিযান চালিয়ে ২৭৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের চলমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। এর ধারাবাহিকতায় গত ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
এই অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত চক্রের সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ মোট ২৭৮ জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, সাতটি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আইএসপিআর জানায়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়ে যেকোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কর্মকাণ্ড নজরে এলে নিকটস্থ সেনাক্যাম্পে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

