দেশজুড়ে এক সপ্তাহের যৌথ অভিযানে ২৭৮ জন গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

দেশজুড়ে এক সপ্তাহের যৌথ অভিযানে ২৭৮ জন গ্রেপ্তার

 

দেশজুড়ে এক সপ্তাহের যৌথ অভিযানে ২৭৮ জন গ্রেপ্তার
দেশজুড়ে এক সপ্তাহের যৌথ অভিযানে ২৭৮ জন গ্রেপ্তার


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক সপ্তাহে দেশব্যাপী যৌথ অভিযান চালিয়ে ২৭৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (২৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের চলমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। এর ধারাবাহিকতায় গত ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।


এই অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত চক্রের সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ মোট ২৭৮ জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, সাতটি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।


গ্রেপ্তারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আইএসপিআর জানায়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়ে যেকোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কর্মকাণ্ড নজরে এলে নিকটস্থ সেনাক্যাম্পে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here