![]() |
| পাঁচলাইশে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার সময় সাতজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে পাঁচলাইশ থানার চৌধুরী বিল এলাকা থেকে অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ ইমরান হোসেন (২৫), মোঃ মহিউদ্দিন (৩১), মোঃ রশিদুন্নবী রশিদ (৪৫), মোঃ শাকিল (২৫), শায়ন মিত্র (২৪), মোঃ নোমান (৩০) ও মোঃ সোহেল (৩২)।
পুলিশ জানায়, একটি টিনশেড ঘরে জুয়া খেলার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ওই সময় এক বান্ডেল তাস ও নগদ ৫৫০ টাকা উদ্ধার করা হয় এবং সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

