![]() |
| ঝিনাইদহে জামায়াত কর্মীর ওপর হামলা, রামদা দিয়ে কোপানোর চেষ্টা |
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর হামলা, রামদা দিয়ে কোপানোর চেষ্টা এবং নির্বাচনী প্রতীক ভাঙচুরের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্যের পাশাপাশি রাজনৈতিক উত্তাপও ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যক্রমে হামলা চালায়। এ সময় তারা দলটির ব্যানার ছিঁড়ে ফেলে এবং প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ভাঙচুরের পাশাপাশি জামায়াতের এক কর্মীকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কোপানোর চেষ্টা করে। তবে আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি দোকানের টিনের চালায় লাগে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতির আগেই অভিযুক্তরা রাতের আঁধারে এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় জামায়াত নেতারা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। বর্তমানে ধুলিয়া গ্রাম ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

