![]() |
| ঝিনাইদহ-৩ আসনে দাঁড়িপাল্লার বিলবোর্ড ভাঙচুর |
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের নির্বাচনী মাঠে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। সম্প্রতি গভীর রাতে জামায়াত মনোনীত প্রার্থী মোঃ মতিয়ার রহমানের নির্বাচনী দাঁড়িপাল্লার বিলবোর্ড দুর্বৃত্তদের হাতে ছিঁড়ে ফেলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়ন বাজার সংলগ্ন এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। দুর্বৃত্তরা শুধুমাত্র বিলবোর্ড ভাঙেনি, পাশাপাশি এলাকায় ব্যাপক ভাঙচুর চালিয়ে অব্যাহত উত্তেজনার সূচনা করেছে। শুক্রবার সকাল থেকে স্থানীয়রা ভাঙচুরের ফলে থমথমে পরিবেশ লক্ষ্য করেছেন।
স্থানীয়রা অভিযোগ করছেন, শান্তিপূর্ণ মহেশপুরকে অশান্ত করার জন্য একটি সুগভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে। সাধারণ ভোটাররা আতঙ্কিত, তারা আশঙ্কা করছেন যে ভোটের দিন বড় ধরনের সংঘর্ষ ও অরাজকতা সৃষ্টি হতে পারে। এ নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
মহেশপুর উপজেলার আমির অধ্যাপক ফারুক আহমেদ বলেন, "ভয়ভীতি ও ষড়যন্ত্র দিয়ে জনগণের রায় বদলানো যাবে না। আমরা শান্তিপ্রিয়, তবে আমাদের প্রার্থীর সম্মান নিয়ে কেউ খেলবে, তার জবাব নির্বাচনেই দেওয়া হবে।"
জামায়াত মনোনীত প্রার্থী মোঃ মতিয়ার রহমান এই হামলাকে ‘সন্ত্রাসী মানসিকতা’ হিসেবে আখ্যায়িত করে হুশিয়ারি দিয়েছেন, “পেশিশক্তি দিয়ে ভোটের লড়াই থামানো যাবে না। মানুষ অন্যায়ের বিরুদ্ধে ব্যালট বিপ্লব ঘটাতে প্রস্তুত।”
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি তারা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে নির্বাচন কমিশন অফিসে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। তবে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বিচার দাবি করে সোচ্চার হয়েছেন।
সাধারণ ভোটারদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, “নির্বাচনের আগেই অরাজকতা শুরু হলে ভোটের দিন পরিবেশ কেমন হবে? প্রশাসন কি যথেষ্ট নিরাপত্তা দিতে পারবে?”

