![]() |
| পলিথিনে মোড়ানো কাটা হাত-পা উদ্ধার, যুবক শনাক্ত |
মো: নাজমুল হোসেন ইমন,স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন শহীদনগর এলাকা থেকে পলিথিনে মোড়ানো দুটি কাটা হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে উদ্ধার হওয়া এসব দেহাংশকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার করা দুটি হাত বাহু পর্যন্ত এবং পা দুটি হাঁটু পর্যন্ত কাটা ছিল। ঘটনাস্থল থেকে শরীরের অন্যান্য অংশ পাওয়া যায়নি। পরে উদ্ধার হওয়া হাতের আঙুলের ছাপ পরীক্ষা করে রাউজান উপজেলার এক যুবককে শনাক্ত করা হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, “আঙুলের ছাপের মাধ্যমে একজন যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার শরীরের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনাটি হত্যাকাণ্ড কি না এবং এর সঙ্গে কারা জড়িত—তা তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। দেহাংশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

