২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান

 

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (নির্ধারিত তারিখ) নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। তারেক রহমানের আগমনকে ঘিরে চট্টগ্রাম নগর ও জেলায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


সমাবেশ সফল করতে ইতোমধ্যে নগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম ও সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। আয়োজকদের আশা, এ সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী শনিবার রাতে তারেক রহমান চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেদিন রাতেই নগরে অবস্থান করবেন। পরদিন রোববার বেলা ১১টায় পলোগ্রাউন্ড মাঠে তিনি বক্তব্য দেবেন। এ সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক মানুষের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে।


আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি কোনো প্রচলিত দলীয় সমাবেশ নয়। তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। এখানে শুধু বিএনপির নেতা-কর্মী নয়, সাধারণ জনগণও যুক্ত হবেন।


তিনি আরও বলেন, এই সফর কোনো নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। দীর্ঘদিন পর তারেক রহমান চট্টগ্রামে আসছেন—এই বিষয়টি সাধারণ মানুষের মাঝেও বিশেষ আগ্রহ ও আবেগের সৃষ্টি করেছে।


উল্লেখ্য, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। প্রায় ১৪ বছর পর একই মাঠে বিএনপির চেয়ারম্যান হিসেবে তাঁর পুত্র তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।


তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফরে এসেছিলেন। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি তাঁকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। সে হিসেবে দলীয় প্রধান হিসেবে এবারই প্রথম চট্টগ্রামে আসছেন তিনি। প্রায় ২০ বছর পর চট্টগ্রামে বড় কোনো জনসমাবেশে তাঁর বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।


সমাবেশকে ঘিরে বিশেষ নিরাপত্তাব্যবস্থার কথা জানিয়েছে নগর পুলিশ। পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, মঞ্চসহ পুরো এলাকায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকধারী পুলিশও দায়িত্ব পালন করবে।


নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান জানান, তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তাঁর নেতৃত্বে দলের আন্দোলন আরও গতিশীল হবে বলে তারা প্রত্যাশা করছেন।

Post Top Ad

Responsive Ads Here